এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

তৃণমূলের হাত থেকে রামজীবনপুর পুরসভা দখল করল বিজেপি

Published on: September 3, 2019 । 1:25 PM

রবীন্দ্র কর্মকার: রামজীবনপুর পুরসভা তৃণমূলের হাতছাড়া হয়ে গেল। পুরবোর্ড দখল করল বিজেপি। ১১ সিটের ওই পুরবোর্ডে তৃণমূল ৬টি এবং নির্দল-বিজেপি জোট ৫টি আসন পেয়েছিল। আজ ৩ সেপ্টেম্বর দুপুর বারোটা নাগাদ তৃণমূলের কাউন্সিলার শিবরাম দাস বিজেপিতে যোগদান করলে বিরোধীরা ৬টি সিট পেয়ে সংখ্যা গরিষ্ঠ হয়ে বোর্ড দখল করে নেয়। শিবরামবাবু এক সময় তৃণমূল থেকে নির্বাচিত হয়ে রামজীবনপুর পুরসভার চেয়ারম্যানও হয়েছিলেন। তিনি তৃণমূল ত্যাগ করার ফলে ওই পুরসভায় তৃণমূল সংখ্যা গরিষ্ঠতা হারায়। শিবরামবাবু বলেন, বর্তমান চেয়ারম্যানের স্বজন পোষণ ও দুনীর্তির কারণেই আমি দল ছেড়ে বিজেপিতে যোগ দিলাম।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177