এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রামজীবনপুর পুরসভায় কর্মী ধর্মঘটের জেরে অচলাবস্থা

Published on: September 3, 2019 । 8:44 PM

অসীম বেরা: রামজীবনপুর পৌরসভার মেনগেট আটক করে বিক্ষোভ চলছে অস্থায়ী কর্মীদের। অস্থায়ী

কর্মীদের বিক্ষোভের জেরে বন্ধ রয়েছে পুর পরিষেবা। পৌর অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি সহ ৬০ বছর বয়স পর্যন্ত কাজের সুনিশ্চিত দাবিতে অবস্থান বিক্ষোভ বলে জানাচ্ছেন আন্দোলনকারীরা। অস্থায়ী কর্মীরা পৌরসভার মূল গেট দখল অবস্থান-বিক্ষোভ করার জেরে পৌরসভা ঢুকতে পারছেন না অন্যান্য কর্মীরাও। ফলে একপ্রকার বন্ধ রামজীবনপুর পৌরদপ্তর

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177