বিশ্বজুড়ে করোনার দাপট লক্ষ লক্ষ মানুষ অকালেই হারাচ্ছেন প্রাণ। মানব সভ্যতার ঘোর সঙ্কট। করোনা থেকে মানব সভ্যতাকে রক্ষা করতে পারে একমাত্র রক্ষাকালী-এই ধারণা থেকেই দাসপুরের রবিদাসপুরে স্থানীয় এক ক্লাবের উদ্যোগে চলছে সমস্ত আচার মেনে জমায়েত ছাড়াই রক্ষাকালীর পুজো।
দাসপুর ১ ব্লকের রবিদাসপুরে বুস্টার একাডেমির সদস্যরা ব্রতী হয়েছেন এই রক্ষাকালীর আরাধনায়। ক্লাবের অন্যতম সদস্য মানস মাল জানালেন,আজ মঙ্গলবার ক্লাব সদস্যরা নিষ্ঠার সাথে করোনা নিধনে রক্ষাকালীকে তাঁদের ক্লাব প্রাঙ্গণে ভক্তি ভরে আহ্বান করেছেন করোনা থেকে মানব সভ্যতার রক্ষার স্বার্থে। উল্লেখ্য করোনার দ্বিতীয় ঢেউ দাসপুর ১ ও দাসপুর ২ নম্বর ব্লক এলাকায় এবার ব্যপক প্রভাব ফেলেছে।
করোনার এই সংক্রমণ রোধে দাসপুরে ইতিমধ্যেই একাধিক যাগ-যজ্ঞ হয়েছে। করোনার সংক্রমণ থেকে মুক্তির একমাত্র উপায় মুখে মাস্ক আর সামাজিক দূরত্ব তবুও করোনার মতো মহামারীর বিপদে মানুষ তার বিশ্বাস নিয়ে বারে বারে এভাবেই তৃতীয় শক্তির আহ্বানে ব্রতি হয়।