নিজস্ব সংবাদদাতা: চাকরি করে দেওয়ার নাম করে প্রতারণা এবং আত্মহত্যার [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]প্ররোচনা দেওয়ার অভিযোগে তৃণমূল নেতা তথা ঘাটাল পিপলস ব্যাঙ্কের কর্মী অভিজিৎ মাল ওরফে রাজু গ্রেপ্তার। রাজুর বাড়ি ঘাটাল শহরের ১৬ নম্বর ওয়ার্ডে। অভিযোগ, ঘাটাল শহরের ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পূর্ণিমা মণ্ডলের ছেলের চাকরি করে দেওয়ার নাম করে রাজু এবং তার নিকট আত্মীয় তথা প্রভাবশালী এক তৃণমূল নেতা প্রায় ১০ লক্ষ টাকা নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত চাকরি দিতে পারেনি। এবং টাকাও ফেরৎ দেয়নি। সেজন্য কিছু দিন আগে পূর্ণিমাদেবীর স্বামী হতাশায় আত্মহত্যা করতে বাধ্য হন। আত্মহত্যার পরই পূর্ণিমাদেবী ঘাটাল থানায় রাজু মালের বিরুদ্ধে প্রতারণা এবং আত্মহত্যা করার প্ররোচনার অভিযোগ করেন। পুলিস জানিয়েছে, সেই অভিযোগের ভিত্তিতেই রাজুকে আজ ঘাটাল থানার পুলিশ গ্রেপ্তার করেছে। আগামী কাল তাকে ঘাটাল আদালতে তোলা হবে। পুলিশ প্রাথমিক তদন্তে রাজুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা লেনদেনের প্রমাণও পেয়েছে বলে জানা গিয়েছে।
রাজু ঘাটাল শহরে তৃণমূলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বেশির ভাগ সময়েই তৃণমূলের ঘাটাল শহরের অফিসে কাটাত। দলের সৌজন্যে পিপসল ব্যাঙ্কে তার চাকরিও হয়েছে বলে জানা গিয়েছে। যদিও ওই প্রতারণার ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই এই বলে তৃণমূলের বর্তমান ব্লক কমিটি জানিয়েছে। তৃণমূলের ব্লক কমিটির এক নেতা বলেন, আমরা ওই টাকা নেওয়ার ঘটনাটি কয়েক দিন আগেই শুনেছিলাম। পূর্ণিমাদেবী অভিযোগটি আমাদেরকেও জানিয়েছিলেন। আমাদের পক্ষে ওই সমস্যার সমাধান করা সম্ভব নয় বলে আমরা জানিয়ে দিই।