মনসারাম কর: অকাল বৃষ্টিতে ঘাটালে আলু এবং লঙ্কা চাষে আংশিক ক্ষতি কৃষকদের। ২ জানুয়ারী রাত থেকেই ঘাটাল তথা দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছিল অকাল বৃষ্টি। গত দুদিনের বৃষ্টিতে আলু এবং লঙ্কা ক্ষেতে জল দাঁড়িয়েছে। তাতে বাধা পেয়েছি ফসলের স্বাভাবিক বৃদ্ধি। জল দাঁড়িয়ে যাওয়া কিছু ক্ষেতে আলু গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে বলেই মনে করছে অনেক কৃষক। ঘাটালের একটা বড় অংশ জুড়েই লঙ্কা চাষ দেখা যায়। লঙ্কা ফলনেও বাধা দিয়েছে এই বৃষ্টি। তবে আজ রবিবার সকালের দিকে ঘনকুয়াশা থাকলেও আবহাওয়া ধীরে ধীরে উন্নতি হওয়ার ইঙ্গিত হাওয়া অফিসের।