কুমারেশ চানক: লকডাউনের আজ প্রায় একমাস। শুরুর প্রথম দুদিন কড়া হাতে মোকাবিলা করে মানুষকে সবক শিখিয়েছিল পুলিশ। দিন যত গড়িয়েছে ধিরে ধিরে আলগা হয়েছে লকডাউনের গেরো। সবত্রই দেখা গেছে সরকারি নির্দেশ তুড়ি মেরে দেদার চলছে মদের আড্ডা, তাসের আড্ডা, খোসগল্প করার জন্য পড়ার মাচাতে বসে আড্ডা, তাল রসের আড্ডা থেকে শুরু করে বাদ নেই কিছুই। আইন অমান্যকারিদের মধ্যে আবার পাড়ার মাতব্বররাও রয়েছে। আজ ১৯ এপ্রিল রবিবার ঘাটালের মনসুকা এলাকার বিভিন্ন গ্রামে বাইক পেট্রলিং করে আড্ডাবাজ মাতব্বর ও সুরাপ্রেমীদের লাঠির ঘায়ে পুনরায় সবক শেখাল ঘাটাল থানার পুলিশ। ভিডিও…