মোনালিসা বেরা: উত্তরপ্রদেশের দলিত কন্যা মণীষা বাল্মীকির গণধর্ষণ ও নৃশংস হত্যার প্রতিবাদে ঘাটালে এক ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। আজ ৮ অক্টোবর সকালে কুশপাতা থেকে বিদ্যাসাগর সেন্ট্রাল বাসষ্ট্যান্ড পর্যন্ত এই মিছিল করা হয়। এই মিছিলের অন্যতম দাবি হল, দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। রাতের অন্ধকারে মরদেহ জ্বালিয়ে দিয়ে ঘটনার বর্বরতাকে প্রশাসন আড়াল করেছে। তাই কেন্দ্র ও রাজ্য সরকারকে এবিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রতি জেলায় ফার্স্ট ট্র্যাক কোট গঠন করে এইসব ঘটনার দ্রুত নিষ্পত্তি করতে হবে। এই বিষয়ে বিজ্ঞান আন্দোলনের কর্মী মেহেবুব আলম বলেন, এসবের মূল কারণ মদ। তাই মদ নিষিদ্ধ করতে হবে। এই মিছিলে চিত্রশিল্পী প্রদোষ পাল সহ আর ও ৪০-৪৫ জন পা মেলান। •এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।