কড়া পদক্ষেপ: ঘাটালের জামিরাতে অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে অভিযান চালাল প্রশাসন

মনসারাম কর: চন্দ্রকোনার পর ঘাটাল ব্লকের জামিরা। অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। ঘাটাল ব্লকের দেওয়ানচক-২ গ্রাম পঞ্চায়েতের জামিরা এলাকায় আইনকে অমান্য করেই চলছিল অবৈধ পোস্ত চাষ। এলাকার অনেক কৃষক তাদের কৃষি জমিতে অন্য ফসলের পাশাপাশি পোস্ত চাষ করছিল। গোপন সূত্রে খবর পেয়ে আজ ২৬ ফেব্রুয়ারী ঘাটাল ব্লকের বিডিও অরিন্দম দাসগুপ্ত আবগারি দপ্তর ও ঘাটাল থানার পুলিশকে নিয়ে এলাকয় পৌঁছান। প্রশাসনের যৌথ অভিযানের মাধ্যমে এলাকার সমস্ত ফুলসহ পোস্ত গাছ নষ্ট করে দেওয়া হয়। কারা এই পোস্ত চাষের সাথে জড়িত সেই বিষয়েও তথ্য সংগ্রহ করছে প্রশাসন। বিডিও বলেন, পোস্ত চাষের খবর পাওয়া মাত্রই আমরা দ্রুত ব্যবস্থা গ্রহন করেছি, ব্লক এরিয়ার অন্য কোথাও এই চাষ চলছে কিনা সেদিকেও নজরদারি চলছে। পোস্ত চাষের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযানকে সাধুবাদ জানিয়েন সমাজকর্মীরা।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।