তনুপ ঘোষ:ঠাণ্ডায় রাত জেগে লাইনে দাঁড়িয়েও হচ্ছে না আধার কার্ডের কাজ। এই অভিযোগে আজ ২ ফেব্রুয়ারি ক্ষীরপাই পোস্টঅফিসে ক্ষুব্ধ জনতা চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে। আধার কার্ডে তথ্য সংযোজন বা সংশোধনের জন্য প্রতিদিন আটশো জনের নাম নথিভুক্ত করছে পোস্ট অফিস। কিন্তু ভোর রাত থেকে লাইন দেয় কয়েক হাজার মানুষ। আজ প্রায় তিন হাজার মানুষ ভোর রাত থেকে লাইন দিয়ে নাম নথিভুক্ত করাতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি সামাল দিতে চন্দ্রকোনা থানার পুলিশকে ঘটনাস্থলে যেতে হয়। লাইনে অপেক্ষারত মানুষের অভিযোগ, আধার ছাড়া যেখানে কোনও কিছুই কাজ হচ্ছে না সেখানে আধার সংশোধন করতে লেগে যাচ্ছে এক থেকে দু বছর। তারা জানান, সংশোধনের জন্য রাত জেগে লাইন দিতে হচ্ছে। এরপরে ডেট পড়ছে কারো তিন মাস কারো চার মাস পরে। এদিকে পোস্ট অফিসে প্রতিদিন দশটির বেশি আধারের কাজ করা যাচ্ছে না। ক্ষীরপাই পোস্টঅফিসের পোস্টমাস্টার বিষ্ণুপদ দোলই মানুষের অসুবিধের কথা স্বীকার করে বলেন, কর্মীর অভাবে তাদের পক্ষে প্রতিদিন ১০টির বেশি আধার কার্ড সংশোধন করা সম্ভব হচ্ছে না। আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি স্টাফ বাড়ানোর জন্য। উপস্থিত জন সাধারণের দাবি, প্রতিদিন যদি অন্তত ৪০-৫০ টি করে আধার কার্ড সংশোধন করা হয় তাহলে সমস্যা থাকে না। ক্ষীরপাই থেকে তনুপ ঘোষের রিপোর্ট।•ভিডিও
Home এই মুহূর্তে ব্রেকিং ক্ষীরপাই পোস্টঅফিসে আধার কার্ডের নাম তোলাকে কেন্দ্র করে মানুষের মধ্যে চরম অসন্তোষ,...