একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক আইন মানাতে খড়ারে পুলিশের অভিযান

রবীন্দ্র কর্মকার: ১ জুলাই থেকে দেশজুড়ে লাগু হয়েছে ৭৫ মাইক্রনের নিচে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ আইন, এই আইনের আওতায় রয়েছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনেক জিনিস। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের তরফে সেই সকল পন্যগুলির একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। তার মধ্যে রয়েছে প্লাস্টিকের ক্যারি ব্যাগ, ৭৫ মাইক্রনের কম পলিথিন, থার্মোকল, প্লাস্টিকের কাপ, সহ আরও বেশ কিছু জিনিস। এই আইন কার্যকর করতে আজ পশ্চিম মেদিনীপুরের খড়ার পুরসভায় পুরসভা কর্তৃপক্ষ ও ঘাটাল থানার উদ্যোগে দোকানে দোকানে গিয়ে অভিযান চালানো হয়। সচেতন করা হয় সকল ব্যবসায়ী ও সাধারণ নাগরীকদের। নিষিদ্ধ তালিকাভুক্ত পণ্যগুলি যাতে না ব্যবহার করা হয় তা সাফ জানিয়ে দেওয়া হয় সকলকে। একই সাথে অভিযানে বেরিয়ে দোকানে থাকা থার্মকলের নিষিদ্ব পন্যগুলি আর যাতে না ব্যবহার করা হয় তার জন্য কড়া ধমক দেওয়া হয় ব্যবহারকারিদের। এই অভিযানে ছিলেন খড়ার পুরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দোলুই, ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক ও অন্যান্যরা। আইন না মানলে পরবর্তী সময় বিক্রেতাদের ৫০০ টাকা এবং ক্রেতাদের ৫০ টাকা জরিমানা করা হবে বলে জানিয়ে দেন তাঁরা।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!