নিজস্ব প্রতিনিধি, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দাসপুর(Daspur) থানার নাড়াজোলে(Narajol) বেছে বেছে বিজেপি কর্মী(BJP supporter) সমর্থকদের বাড়ি ভাঙচুর পাশাপাশি লুটপাটের অভিযোগ [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] শুধু তাই নয়, নাড়াজোলে বিজেপির দলীয় কার্যালয়ে চাবি ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগের তীর সরাসরি রাজ্যের শাসক দল তৃণমূলের(TMC) দিকে। জানা যাচ্ছে, আজ শুক্রবার সন্ধ্যে প্রায় ৬টা থেকেই দাসপুর থানার নাড়াজোল ও কিসমত নাড়াজোল এলাকার একাধিক বিজেপির কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর করা হয়। তালা ঝুলিয়ে দেওয়া হয় নাড়াজোলে বিজেপির দলীয় কার্যালয়ে(Party office)। অন্যদিকে ওই এলাকারই এক বীজ দোকানেও লুটপাট চালানোর অভিযোগ। বীজ দোকান মালিক কমল মাইতি জানান, তাঁর দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। স্থানীয় বিজেপি নেতা(BJP leader) ও বিজেপির ক্ষীরপাই মণ্ডল সভাপতি সবুজ মজুমদার জানান, ৯ ডিসেম্বর শনিবার চন্দ্রকোণার শ্রীনগরে শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) জনসভা(public meeting)। তারই প্রচারে নাড়াজোল জুড়ে বিজেপির তরফে মিছিল হয়। সেই মিছিলের পরই নাড়াজোল এলাকায় তৃণমূলের তরফে এই তাণ্ডব চালানো হচ্ছে। জানা গেছে ইতিমধ্যেই ঘটনাস্থলে দাসপুর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। পরিস্থিতি আপাতত আয়ত্বে। তবে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক তপন মাইতি জানান, আজকের এই ঘটনায় জড়িত তৃণমূলের নেতা কর্মীদের পুলিশ না গ্রেপ্তার করলে আগামীতে বড়সড় আন্দোলনে নামবে বিজেপি। তবে এই সমস্ত ঘটনা অস্বীকার করছেন দাসপুর ১ ব্লক তৃণমূল সভাপতি সুনীল ভৌমিক। তাঁর দাবি, রাজ্যের শাসক দল তৃণমূলের এমন দৈন দশা হয়নি যে বিজেপির মত দলের কর্মীদের মারধর করতে হবে। তৃণমূল স্বচ্ছ রাজনৈতিক কর্মকাণ্ডে বিশ্বাসী।
Home এই মুহূর্তে ব্রেকিং নাড়াজোলে রাজনৈতিক উত্তাপ চরমে, বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ, আহত একাধিক