নিজস্ব সংবাদদাতা: জেলা বা রাজ্যেরে বাইরে থেকে ঘাটাল মহকুমায় প্রবেশ করতে হলে মূলত ঘাটল-পাঁশকুড়া সড়ক হয়েই যে প্রবেশ করতে হবে এমনটা কোনও মানে নেই। বহু ছোট রাস্তা রয়েছে তাড়াও রয়েছে নদীপথ। সেই সমস্ত রাস্তা ও নদী পথা দিয়ে ভিন রাজ্য বা জেলা থেকে ঘাটাল মহকুমায় লুকিয়ে চুরিয়ে প্রবেশ অব্যাহত। কখনও মাঝ রাতে কখনও বা অ্যাম্বল্যান্সে করে এই মহকুমায় প্রতিদিনই বহু মানুষ প্রবেশ করছেন বলে অভিযোগ। নদী পথ দিয়ে প্রবেশ রুখতে দাসপুর থানার পুলিশের উদ্যোগে চলছে বিশেষ নজরদারি। ছবিটি এই থানা তথা পশ্চিম মেদিনীপুর জেলার সীমানা রূপনারায়ণ নদ থেকে তোলা।