নিজস্ব সংবাদাতা: দুর্ঘটনাগ্রস্ত মালগাড়িকে উদ্ধার করতে গিয়ে ক্ষোভের মুখে পড়ল দাসপুর থানার পুলিশ। আজ ১০ আগস্ট সন্ধ্যায় দাসপুর থানার কুমারচক শনিমন্দিরের সামনে ঘটনাটি ঘটে। দাসপুর থানার পুলিশ বাহিনীকে ঘিরে ক্ষিপ্ত জনতা বিক্ষোভ দেখান। অভিযোগ, বিক্ষোভ সামলাতে পুলিশ কয়েক জনকে লাঠিচার্জও করে।
স্থানীয় বাসিন্দারা বলেন, আজ সকালে গোপীগঞ্জমুখী একটি মালবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যনাথ মাজির দোকানে গিয়ে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার ফলে দোকানের মালপত্র নষ্ট হয়ে যায়। জখম হন এক মহিলা। দোকানে গাড়িটি ধাক্কা দেওয়ার আগে একটি বিদ্যুতের খুঁটি ভেঙে দেয় এবং দুটি গরুকেও ধাকা মারে বলে অভিযোগ। গরুগুলিও জখম হয়। এনিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এলাকার বাসিন্দারা গাড়িটিকে আটকে রাখেন। এলাকার বাসিন্দাদের দাবি ছিল, গাড়ির মালিক এলাকায় গিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে আলোচনায় বসে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আশ্বস্ত করবে। কিন্তু তা হয়নি। পরিবর্তে সন্ধ্যার মুখে পুলিশ পৌঁছে গাড়িটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই এলাকার বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন।
দাসপুর থানার পুলিশ জানিয়েছে, পুলিশ কাউকে লাঠি চার্জ করেনি। গাড়িটি যাদের ক্ষতি করেছে তাদের থানায় অভিযোগ জানাতে বলা হয়েছে। •ভিডিওটি দেখতে হলে ▶️এখানে ক্লিক করুন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।