এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

পাশের গ্রামের পুকুর থেকে উদ্ধার হল রাধানগর থেকে নিখোঁজ বৃদ্ধের দেহ

Published on: March 11, 2020 । 2:26 PM

গ্রামের পুকুরে এক মৃতদেহ ভাসতে দেখে এলাকায় চাঞ্চল্য। ঘাটাল পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠাল। স্থানীয়রা সনাক্তকরল মৃতদেহ। আজ ১১ই মার্চ বুধবার সকালে ঘাটাল থানার আকবপুরের এক পুকুরে এই মৃতদেহ ভেসে ওঠে। এর জেরে সাতসকালেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘাটাল পুলিসে খবর দিলে পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয়রাই মৃতদেহ সনাক্তকরণে সক্ষম হয়। জানা গেছে মৃত ব্যক্তির নাম নিমাই বাগ,বয়স প্রায় ৬৫,বাড়ি পাশের গ্রাম রাধানগরে। পরিবারসূত্রে জানাগেছে মঙ্গলবার থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

জানাগেছে, নিমাইবাবু প্রায় মদ্যপান করতেন। মদ্যপ অবস্থায় পুকুরে পড়েই মৃত্যু নাকি এই মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনো কারণ, খতিতে দেখছে ঘাটাল পুলিস। মৃতের বাড়িতে স্ত্রী ও তিন ছেলে।

সম্প্রতি এক ছেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। নিমাই বাবুর আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭