লকডাউনে অন্য এলাকায় যেতে গাড়ির পাশ কিভাবে পাবেন?

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল: লকডাউনের কড়াকড়ি চলছে। এই সময় গাড়ি চলাচলের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু তবুও মানুষজনকে নানা কারণে এলাকার বাইরে যাওয়ার প্রয়োজন হচ্ছে। এই পরিস্থিতিতে এলাকার বাইরে যেতে হলে লাগবে ‘স্পেশাল পাশ’। সেই পাশ দেবে সংশ্লিষ্ট থানা। সেই ‘স্পেশাল পাশ’ পেতে হলে আপনাকেকরতে হবে—
•আবেদনকারীর নাম ও ঠিকানা মোবাইল নম্বর কোথা থেকে গাড়িতে চড়বেন, কোথায় যাবেন, কোন ধরনের গাড়িতে যাবেন, তারিখে যাবেন, কেন যাবেন তা আবেদনপত্রে লিখতে হবে। সেই সঙ্গে গাড়ি চালকের নাম, গাড়ির নম্বর, চালকের মোবাইল নম্বর এবং গাড়ি আর কে কে যাবেন তাঁদের নাম ও ফোন নম্বর লিখতে হবে। আবেদনপত্রে ওই সমস্ত তথ্যগুলি পরিষ্কার করে লেখার পর সেটি সংশ্লিষ্ট থানায় গিয়ে দিয়ে আসতে হবে কিম্বা থানার হোয়াটসঅ্যাপ নম্বরে বা ইমেলে পাঠাতে হবে [•ঘাটাল থানা: 9083269527(হোয়াটসঅ্যাপ),  ইমেল: ghatalps.westbengalpolice@gmail.com •দাসপুর থানা: 9083269528(হোয়াটসঅ্যাপ) daspurpswmdp@gmail.com •চন্দ্রকোণা থানা: 9083269526(হোয়াটসঅ্যাপ), ইমেল: chandrakonaps@gmail.com]। আপনার আবেদনপত্র পাওয়ার পর থানা সেটি খতিয়ে দেখবে। তারপর এসডিপিও/ জোনাল ডেপুটি এসপি/জোনাল অ্যাডিশনাল এসপি’র কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে।
সেই অনুমোদন পাওয়া গেলে থানা সেই পাশের একটি পিডিএফ ফরম্যাট আবেদনকারীর ইমেলে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। সেই পাশেই লেখা থাকবে পাশটি কত দিনের জন্য বৈধ।
 


•আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ:https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015