এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

পশ্চিম মেদিনীপুরে শুরু হল পথশ্রীর কাজ

Published on: December 11, 2025 । 6:00 PM

তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল:  পশ্চিমবঙ্গ রাজ্যে গ্রামীণ ও শহর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে শুরু হয়েছে পথশ্রী -৪ (রাস্তাশ্রী) প্রকল্পের কাজ। এই প্রকল্পের চতুর্থ পর্যায়ে রাজ্য জুড়ে ২০ হাজার কিলোমিটারের বেশি রাস্তার কাজ হাতে নেওয়া হয়েছে। এই সুবিশাল উদ্যোগে রাজ্যের ৩৫ হাজারেরও বেশি গ্রাম এবং ১২৮টি পৌর এলাকার মানুষ সরাসরি উপকৃত হবেন।পশ্চিম মেদিনীপুরে ৯১২ কিলোমিটার রাস্তার কাজ: পথশ্রী -৪ প্রকল্পে পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ৬৫৯টি রাস্তার কাজ হাতে নেওয়া হয়েছে, যার সম্মিলিত দৈর্ঘ্য প্রায় ৯১২ কিলোমিটার। বৃহস্পতিবার, এই প্রকল্পের অধীনে একটি গুরুত্বপূর্ণ রাস্তার কাজের শিলান্যাস করা হল। জেলার সদর ব্লকের শিবপুর চক থেকে তিকরপাড়া মেইন রাস্তা পর্যন্ত ঢালাই রাস্তার এই শিলান্যাস অনুষ্ঠানে জেলার শীর্ষ স্থানীয় নেতৃত্ব এবং আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব ড. মনিশ জৈন, জেলা শাসক বিজিন কৃষ্ণা, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, সহ-সভাপতি অজিত মাইতি সহ জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিধায়কেরা। রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন। এই নতুন ঢালাই রাস্তাটি নির্মাণ সম্পূর্ণ হলে এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াত আরও মসৃণ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad