তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: পার্ক উদ্বোধন করতে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে ফিরে যেতে হল উদ্বোধক সহ অন্যান্য অতিথিদের। আপাতত স্থগিত রাখা হল পার্ক উদ্বোধনের কাজ। এমনই ঘটনায় ক্ষীরপাই পৌরসভায় আজ ২৫ নভেম্বর চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার বিকেলে ক্ষীরপাই শহরের ৬ নম্বর ওয়ার্ড গঙ্গাদাসপুরে একটি পার্ক উদ্বোধনের কথা ছিল। পূর্ব পরিকল্পিত এই উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস। তাছাড়াও অন্যান্য অতিথিরাও উপস্থিত হয়েছিলেন। কিন্তু স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে পার্ক উদ্বোধন করা গেল না। স্থানীয়দের অভিযোগ, পার্কটি এখনও সম্পূর্ণ হয়নি। পার্কটিতে যাওয়ার রাস্তা নেই। পুকুরের ধারে পার্কটি তৈরি করা হয়েছে, কিন্তু পুকুরের দিকগুলি এখনও ঘেরার কোনও ব্যবস্থা করা হয়নি। পরে অঘটন ঘটার একটা সম্ভবনা থেকেই যাচ্ছে। তাছাড়াও পিকনিক করার মতো পার্কের মধ্যে নির্দিষ্ট কোনও শেড নেই, নেই কোনও শৌচালয়। এইভাবে অসম্পূর্ণ পার্কের উদ্বোধন করা যাবে না বলে তাঁরা বিক্ষোভ দেখান।
ক্ষীরপাই পৌরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন বীরেশ্বর পাহাড়ি বলেন, স্থানীয় মানুষদের কথা ভেবেই আমরা পার্কটি করার কথা চিন্তাভাবনা করেছিলাম। গ্রিনসিটি প্রকল্পে নির্মিত এই ‘অনিলবরণ দাস স্মৃতি উদ্যানে’ শিশু থেকে বয়স্ক সবাই এসে আনন্দ উপভোগ করতে পারবেন। সবার মতামত নিয়েই আজকে উদ্বোধনের দিন ঠিক করা হয়েছিল। অর্থ সমস্যার জন্য এখনই সব কিছু করা সম্ভব হয়নি। তবে ধীরে ধীরে পার্কে শিশুদের খেলার সামগ্রী ও অন্যান্য জিনিস দিয়ে পার্কটিকে সাজিয়ে তোলা হবে।
বীরেশ্বরবাবু আরও জানান, আপাতত পার্ক উদ্বোধনের কাজ বন্ধ রাখা হবে। স্থানীয়দের দাবিগুলির মেনে খুব শীঘ্রই পার্কটি উদ্বোধন করার ব্যবস্থা করা হবে।