দাসপুরে পরকীয়া: বাপ-ছেলে সহ দুই গ্রামবাসী এবং প্রেমিক গ্রেপ্তার

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: ১১ সেপ্টেম্বর রাতে পরকীয়ার অভিযোগ তুলে এক গৃহবধূ এবং এক ব্যক্তিকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হল বাবা ও ছেলে। বাবার নাম নাজির হোসেন মল্লিক এবং ছেলের নাম আলতাফ হোসেন মল্লিক। দুজনের বাড়িই ঘনশ্যামবাটিতে। অন্যদিকে গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে প্রেমিক কৌশিক চক্রবর্তী। কৌশিকের বাড়ি সাগরপুরে। ওই গ্রামের বাসিন্দা জনৈক গৃহবধূ শ্রীমতি মাজির অভিযোগের ভিত্তিতে বাপ-বেটাকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে গ্রামবাসীদের মারধর করার অভিযোগে কৌশিককে গ্রেপ্তার করা হয়।  আজ ১৩ সেপ্টেম্বর ঘাটাল আদালতে তিনজনকে তোলা হলে সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
অভিযোগ, ১১ সেপ্টেম্বর বৃষ্টির রাতে কৌশিক চক্রবর্তী  ঘনশ্যামবাটির মাজি পরিবারে যায়। সেখানে তাকে ওই পরিবারের গৃহবধূ শ্রীমতি মাজির সঙ্গে অসংলগ্ন অবস্থায় দেখতে পেয়ে গ্রামের লোকেরা মাজি বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায়। কৌশিক ও তার প্রেমিকাকেও গ্রামবাসীরা মারধর করে বলে অভিযোগ। পুলিশ খবর পেয়ে কৌশিক এবং শ্রীমতি মাজিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। যদিও শ্রীমতি মাজি বলেন, আমার স্বামীর সঙ্গে কৌশিকের ভালো সম্পর্ক। আমার ওই দিন শরীর খারাপ ছিল। তাই আমার স্বামী কৌশিককে ফোন করে ওষুধ দিয়ে যেতে বলে। সে ওষুধ পৌঁছানোর জন্য বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নাজির হোসেন, আলতাফ হোসন সহ বেশ কয়েকজন গ্রামবাসী আমার বাড়িতে ঢুকে তাণ্ডব চালায়। আসবাবপত্র ভাঙচুর করে। কৌশিক ও আমাকে মারধর করে।
অন্যদিকে গ্রামবাসীদের অভিযোগ, শ্রীমতি মাজি এবং কৌশিক দীর্ঘ দিন ধরে বিবাহ বহির্ভূত সম্পর্ক চালিয়ে যাচ্ছে। ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। ওই দিন আমরা তাদের রুমের মধ্যে অসংলগ্ন অবস্থায় দেখে প্রতিবাদ করতে গেলে কৌশিক আমাদেরকে মারধর করে। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/