আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতেই পুলিশের রুটমার্চ ঘাটালে।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
২০২৩ এর পঞ্চায়েত নির্বাচন হতে আর মাত্র মাস খানেক বাকি। ৮ জুন পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণা হতেই গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতে জেলা পুলিশের উচ্চপদস্থ অফিসাররা, ঘাটালের রানীরবাজার এলাকায় রুটমার্চ করল। গ্ৰামে গ্ৰামে রুটমার্চ করে কথা বললেন গ্রামের মানুষদের সাথে। এলাকায় কোনও রাজনৈতিক সমস্যা হলে তা দ্রুত যেন পুলিশ প্রশাসনকে জানানো হয় সেই বিষয়টিও গ্রামের মানুষকে জানান পুলিশ অফিসাররা। আজ ১০ জুন শনিবার বিকেলে ঘাটাল ব্লকের রানিরবাজার এলাকায় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের এই রুটমার্চ লক্ষ্য করা গেল। এই রুটমার্চে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ সার্কেল ইন্সপেক্টর দেবাশিস ঘোষ, ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক সহ অন্যান্য পুলিশ কর্মীরা।