এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের পলাশপাই ভগবতীদেবী গার্লস হাইস্কুলে দুদিন ব্যাপী হীরক জয়ন্তী সমাপ্তি অনুষ্ঠান

Published on: December 27, 2025 । 12:23 PM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: পলাশপাই ভগবতীদেবী গার্লস হাইস্কুলে দুদিন ব্যাপী হীরক জয়ন্তী সমাপ্তি অনুষ্ঠান শুরু হল সাড়ম্বরে।  আজ ২৭ ডিসেম্বর সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, মঙ্গলঘট স্থাপন, অতিথি বরণ, পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন তমলুক রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ স্বামী মহাক্রমানন্দজি। উপস্থিত ছিলেন দাসপুরের বিধায়ক মমতা ভুঁইয়া, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আশিস হুদাইত, এডিআই হিমাদ্রিশেখর ঘোষ, এ.আই সুমন ঘোষ প্রমুখ।  ওই স্কুলের প্রধান শিক্ষিকা স্বাতী পাত্র বলেন, ওই উপলক্ষে স্কুলে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ও নেতাজির আবক্ষ মূর্তির আবরণ উন্মোচিত হয়। ’হীরকদ্যুতি‘ নামে একটি পত্রিকাও প্রকাশিত হয় এদিন। ওই স্কুলের প্রাক্তনীদের পুর্নমিলনও তাঁদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে বলে জানান স্কুল পরিচালন সমিতি। দুদিনের ওই অনুষ্ঠানটি ঘিরে এলাকায় গণ্যমান্য অতিথিদের সমাগমে রীতিমত উৎসবের আবহ তৈরি হয়েছে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177