ধরা গেল না খুনে ষাঁড়, আগামীকাল ঘুমপাড়ানি গুলি করে ষাঁড়টিকে ধরা হবে

তৃপ্তি পাল কর্মকার: আজ ৩ ডিসেম্বর সকাল দশটা থেকে বিকেল অবধি নানা চেষ্টা করেও ধরা গেল না খুনে ষাঁড়টিকে। উদ্ধারকারী টিম দুবরাজপুরে আজ বিকাল অবধি ষাঁড়টিকে ধরার চেষ্টা করে ফিরে গেছে। আজ হালকা মাত্রার ঘুমপাড়ানি ওষুধ প্রয়োগ করে ষাঁড়টিকে ধরার চেষ্টায় ছিলেন উদ্ধারকারী টিমের সদস্যরা। আগামীকাল সব কিছু ঠিকঠাক থাকলে ঘুমপাড়ানি গুলি করে ষাঁড়টিকে ধরে অন্যত্র ছেড়ে দেওয়া হবে।
দাসপুর থানা এলাকায় দাসপুর ১ ও দাসপুর ২ ব্লকের বিস্তীর্ণ এলাকায় বছরখানেক ধরে ঘুরে বেড়াচ্ছে একটি দশাশই চেহারার  কালো জার্সি ষাঁড়। উল্লেখ করা যায় যে ষাঁড়টি গুঁতিয়ে জখম করেছে বহু মানুষকে, গুঁতিয়ে খুন করেছে এক টোটোচালককে। ভাঙচুর চালিয়েছে বেড়ার ঘরে, ভাঙচুর করেছে বহু ধানঝাড়া মেশিন। জমিভর্তি ফসল নষ্ট হয়েছে ষাঁড়ের তাণ্ডবে। ষাঁড়ের গুঁতো খেয়ে কতো মানুষকে যে আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তার সঠিক হিসেব নেই। এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে রাস্তায় বেরোতেই মানুষ ভয় পাচ্ছেন। আজ ষাঁড় ধরতে এসে উদ্ধার কারী টিম ফিরে যেতে মানুষ ভয় পেয়ে গিয়েছে। অনেকেই ভেবে নিয়েছিলেন যে ষাঁড়টা বোধহয় বরাবর রয়ে যাবে এই এলাকাতেই। তবে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কালই ঘুমপাড়ানি গুলি করে ষাঁড়টিকে ধরে অন্যত্র ছেড়ে দেওয়া হবে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!