এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ভবঘুরের মাথায় ছাদ, ঘাটাল মহকুমা প্রশাসনের মানবিক মুখ

Published on: February 9, 2023 । 10:15 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ,ঘাটাল: কিছু দিন আগেই দাসপুর গঞ্জ এলাকায় এক ভবঘুরের অসহায় দিন যাপন ও করুণ মৃত্যু, [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল অমানবিকতার ছবি! কিন্তু এবার তেমনটা ঘটলো না! ঘাটাল মহাকুমা প্রশাসনের মানবিক পদক্ষেপ, জিতল মানুষের হৃদয়। কয়েকদিন ধরেই দাসপুর-২ ব্লকের রানিচকে এক বৃদ্ধকে রানিচক স্কুল লাগোয়া এলাকায় অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা জানান, ওই বৃদ্ধের নাম দুলাল মণ্ডল(৬৫)৷ এক সময় তাঁর পরিজনেরা ওই গ্রামে থাকলেও এখন তিনি চূড়ান্ত অসহায়! নেই মাথা গোঁজার ঠাঁইটুকু! পথচলতি মানুষের মধ্যে কেউ তাঁকে খাওয়ার এগিয়ে দিলে, তবেই জুটতো খাওয়ার৷ না হলে অভুক্ত থাকতে হয় দুলালবাবুকে৷ তাঁর এই অসহায় অবস্থার কথা প্রসাশনের নজরে আনার কয়েক ঘন্টার মধ্যেই মাথার উপর ছাদ মিলতে চলেছে বৃদ্ধের৷ ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের নির্দেশে আর আজ ৯ ফেব্রুয়ারি, ঘাটাল মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল নিজে দাসপুর পুলিশের একটি টিমকে নিয়ে রানিচক এলাকা থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করেন। পরে ওই বৃদ্ধকে দাসপুরের নিম্বার্ক মঠে নিয়ে যাওয়া হয়। সেখানে বৃদ্ধের প্রাথমিক চিকিৎসা করা হয়। বৃদ্ধের বর্তমান শারীরিক অবস্থার কথা মাথায় রেখে দাসপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসকেরা। অর্জুনবাবু নিজে ওই বৃদ্ধকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান। জানানো হয় সুস্থ হয়ে ওই বৈকুণ্ঠপুরের নিম্বার্ক মঠের বৃদ্ধাশ্রমই হবে ওই ভবঘুরে বৃদ্ধের স্থায়ী ঠিকানা। মহকুমা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানান মহকুমার বিশিষ্টজন থেকে সাধারণ মানুষেরা। ওই মঠের অধ্যক্ষ সুবাস ত্রিপাঠিও আপ্লুত প্রশাসনের এমন মানবিকতায়।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

দেড় মাসের বিবাহিত জীবন,স্বামীর সাথে মা আরও ৪ টি প্রাণ শেষ!

বিশ্ব পরিবেশ দিবসে ঘাটাল বি.এড.কলেজ ক্যাম্পাসে ভেষজ উদ্যানের সূচনা

ঘাটালের এই বৃদ্ধের দিনকাটে কলকাতার কালীঘাটে ভিক্ষা করে, ফিরতে চান ছেলেদের কাছে নিজের বাড়িতে!

দাসপুরে পুলক মাস্টারের হাত ধরে নাট্য বিপ্লব,সময়ের বাইরে গিয়ে শিক্ষকের নাট্য চর্চা

ঘাটাল জুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু! প্রাণ বাঁচাতে যা করবেন। দেখে রাখুন দুর্ঘটনার কবলে পড়ে চেনা অচেনা মানুষগুলো প্রাণে বেঁচে যেতে পারেন

উচ্চ বেতনের চাকরি ছেড়ে জনসেবার উদ্দেশ্যে IAS পরীক্ষার প্রস্তুতি! ঘাটালে কর্মশালায় জেলাশাসকের বক্তব্যে আপ্লুত ছাত্রছাত্রীরা