সন্তু বেরা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ২০ আগস্ট রবিবারের গভীর রাতে হঠাৎই বিকট শব্দ কানে আসে।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
আজ সোমবারের সকালে দিনের আলো ফুটতেই দেখা যায় রাস্তার পাশের খালে উল্টে লরি। লরি থেকে গড়িয়ে পড়ছে ভোজ্য তেল। উৎসুক এলাকাবাসীরা সেই ভোজ্য তেল সংগ্রহে ঘটিবাটি নিয়ে এগিয়ে এলেও দাসপুর থানার পুলিশের নিরাপত্তা ভেদ করা সম্ভব হয়নি।
জানা যাচ্ছে, রবিবারের গভীর রাতে ঘাটাল-পাঁশকুড়া সড়কে দাসপুর থানার বৈকুণ্ঠপুরে পথ দুর্ঘটনার কবলে পড়ে একটি ভোজ্য তেল বোঝাই লরি। লরিটি পাঁশকুড়ার দিক থেকে ঘাটালের দিকে যাবার পথে দাসপুর থানার বৈকুণ্ঠপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চন্দ্রেশ্বর খালে গিয়ে পড়ে। রাতেই টহলরত দাসপুর থানার পুলিশ লরির চালক ও খালাসিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পুলিশের নজরে আসে দুর্ঘটনাগ্রস্থ লরি থেকে ঝরে পড়ছে ভোজ্য তেল। রাত থেকেই সেই তেল পাহারায় মোতায়েন করা হয় পুলিশ। ভোরের আলো ফোটার সাথে সাথে উৎসুক এলাকাবাসী ঘটিবাটি নিয়ে এগিয়ে এলেও এবার পুলিশের নিরাপত্তা ভেদ করা সম্ভব হচ্ছে না।