উমাশঙ্কর নিয়োগী, স্থানীয় সংবাদ, ঘাটাল: এক কালের বড় ব্যবসায়ী নিমতলার দালালদের পঞ্চচূড়া বিষ্ণুমন্দির। ঘাটাল পাঁশকুড়া বাস রাস্তার নিমতলা বাসস্টপে নামুন। এখান থেকে এক কিলোমিটার দূরে বিখ্যাত নিমতলা গ্রাম। এই গ্রামের জোড়া শিব মন্দির, শ্রীকৃষ্ণচৈতন্য সম্প্রদায়ের অস্থল বামে রেখে একটু এগিয়ে চলুন। সামনেই পড়বে চন্দ্রকুমার গুঁইদের রামচন্দ্রের মন্দির। এইবার আমরা রামচন্দ্রের মন্দিরের বিপরীতে দালালদের প্রাচীর ঘেরা দক্ষিণমুখী পঞ্চচূড়া বিষ্ণু মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি। মন্দিরের প্রতিষ্ঠালিপি নেই বটে তবে ‘জীর্ণ সংস্কার সন ১৩১৩ সাল।’এই লিপিটি আছে। আনুমানিক সত্তর বছর পরে মন্দিরটির সংস্কারের প্রয়োজন হলেও মন্দিরটি ১৮৩৬ খ্রিস্টাব্দে পূর্বে নির্মিত হয়েছে বলা যেতে পারে। ত্রিখিলান বিশিষ্ট মন্দিরটির তিনটি খিলানের মধ্যে পূর্ব ও পশ্চিম দিকের খিলানের উপরে দুটি করে স্তর ও মূল প্রবেশ দ্বারের উপর একটি স্তরে রঙের প্রলেপহীন টেরাকোটা সজ্জা আছে। পূর্ব দিকের খিলানে নীচে ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধোদ্যত চার সৈন্য, উপরে সবাহন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এদের পাশে দাঁড়িয়ে এক লেঠেল। মূল প্রবেশ দ্বারের উপরে রামরাবণ উভয়েই হাঙ্গরমুখী রথে চড়ে যুদ্ধরত। রাবণের পাশে রথে চড়ে যুদ্ধ করেছে বিভীষণ পুত্র তরণীসেন। প্রসঙ্গত বলে রাখা যায় দাসপুরের আর কোনো মন্দিরে তরণীসেনের টেরাকোটা ফলক নেই। পশ্চিম দিকে যুদ্ধোদ্যত চার সৈন্য এবং উপরে গোপিনীদের বস্ত্র হরণের ফলক আছে। আর্চের উপরে পঙ্খ পলস্তারায় একক গণেশ মূর্তি আছে। বড় পরিতাপের বিষয় অতি সম্প্রতি মন্দিরটি ধূলিস্যাৎ করে দেওয়া হয়েছে।
নিউজ ডেস্ক
‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।











