এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বর্ষবরণের রাতে কড়া পুলিশি নিরাপত্তা থাকছে ঘাটাল জুড়ে

Published on: December 31, 2019 । 6:18 PM

মনসারাম কর:  বর্ষবরণের রাতে কড়া পুলিশি নিরাপত্তা থাকবে ঘাটাল জুড়ে। ঘাটাল থানা সূত্রে জানা গেছে ৩১ ডিসেম্বর বর্ষবরণকে কেন্দ্র করে সকাল থেকেই ঘাটাল জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যা থেকে সেই নিরাপত্তা আরো আঁটোসাঁটো করা হয়েছে। সারারাত ব্যাপী রাস্তায় থাকবে মোবাইল ভ্যান ও বাইক পেট্রলিং। যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই পুলিশ তৎপরতার সাথে ব্যবস্থা গ্রহণ করবে। প্রসঙ্গত বর্ষবরণ উপলক্ষে ঘাটাল জুড়েই থাকছে বিভিন্ন জায়গায় নানান অনুষ্ঠান। ঘাটালের বিদ্যাসাগর স্কুল মাঠেও একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। থ্রিডি রঙিন লাইট সংযোগে থাকছে একগুচ্ছ অনুষ্ঠান। 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।