এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

খড়ার স্বাস্থ্য কেন্দ্রে নতুন চিকিৎসক

Published on: January 22, 2021 । 5:32 PM

মৌমিতা দাঁ:খড়ার পুরসভার স্বাস্থ্য কেন্দ্রে নতুন চিকিৎসক যোগদান করলেন। আজ  ২২ জানুয়ারি নতুন চিকিৎসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন ডাঃ মোঃ ইমতিয়াজ আলি।  ঘাটালের বিধায়ক তথা খড়ার পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন শঙ্কর দোলই স্মারক  দিয়ে নতুন চিকিৎসককে সংবর্ধনা জানান।
প্রসঙ্গত, বিগত এক বছর ওই স্বাস্থ্য কেন্দ্রে কোনও চিকিৎসক ছিলেন না। নতুন চিকিৎসক পেয়ে খুশি পুরসভার বাসিন্দারা। এনিয়ে তাঁরা শঙ্করবাবুকে অভিনন্দনও জানিয়েছেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।