মাঝ নদীতে ভয়াবহ নৌকাডুবি অবশেষে উদ্ধার ১ অন্যান্যদের খোঁজে NDRF

বাবলু মান্না, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: মাঝ নদীতে নৌকা ডুবিতে ৫ জন নিখোঁজ(missing) সাত সকালেই উদ্ধার ১।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
পিকনিক করে বোটে(boat) করে ফেরার সময় মাঝ নদীতে নৌকা ডুবি। নোকার মধ্যে ছিলেন ১৭। তাঁরা হাওড়া(howrah) থেকে এসেছিলন দাসপুর থানার শ্রীবরা ত্রিবেণী পার্কে পিকনিক(picnic) করতে। ৮ ফেব্রুয়ারি সন্ধ্যে প্রায় ৬টা নাগাদ নৌকা করে রূপনারায়ন নদ(Rupnarayan river) হয়ে হাওড়ার দিকে যাবার পথে মাঝ নদীতে নৌকা ডুবি। ১২ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার সম্ভব হলেও ৫ জন নিখোঁজ থাকেন। দুই মেদিনীপুর সাথে হাওড়া হুগলি চার জেলার উচ্চ পদস্থ আধিকারিক সাথে জেলা পুলিশ সাথে দাসপুর ২ বিডিও এবং দাসপুর থানার ওসি অঞ্জনি তেওয়ারির নেতৃত্বে রাতভোর চলে উদ্ধার কাজ। আজ শুক্রবারের সকালে নিখোঁজদের মধ্যে এক মহিলার দেহ উদ্ধার করলো এনডিআরএফ(NDRF)। জানা যাচ্ছে ওই মহিলার নাম সুনন্দা ঘোষ(৪৫)। ১১ ফেব্রুয়ারি আরও তিনজনের দেহ উদ্ধার হয়।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।