নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল; ঘাটালে শুরু হচ্ছে নাট্য উৎসব•২৮ ডিসেম্বর ২০২৪ থেকে শুরু হবে,চলবে ১ জানুয়ারি পর্যন্ত । ঘাটাল মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক তন্বীশ্রী মাঝি বলেন, পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত ওই নাট্য উৎসবে ঘাটাল টাউন হলে প্রত্যেক দিন দুটি করে নাটক প্রদর্শিত হবে। প্রথম দিন নাট্যরঙ্গ উপস্থাপিত ‘অসমাপ্ত অপ্রকাশিত’ এবং বরানগর দৃশ্যকাব্যের ‘সেই বিদ্রোহী’, ২৯ ডিসেম্বর কল্যাণী নাট্যভাবনার ‘তাহার নামটি রঞ্জনা’ এবং হিমোক্রিটসের ‘তবে তাই’। ৩০ ডিসেম্বর শনিবার মঞ্চস্থ হবে স্বপ্নিল দমদমের ‘ভৃণ’ এবং আলোমুখ হাওড়ার ‘এসোসিয়েশন রাসকেল’। ৩১ ডিসেম্বর রবিবারে দেখতে পাওয়া যাবে পাটুলি নিত্যনাট্যের ‘সেতু’ এবং সুতানুটি রঙমুখের ‘কবুল’ এবং শেষ দিন তথা ১জানুয়ারি ২০২৪ তারিখ সোমবারে ঝাড়গ্রাম মনপ্রয়াসীর ‘বি পজেটিভ’ এবং কাল্পনিকের ‘নিরস্তর’। মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক বলেন, নাটক দেখার জন্য কোনও টিকিট লাগবে না। প্রবেশ অবাধ।