সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: কলেজ বন্ধ তাও বিদ্যুৎ থেকে টিউশন সাথে কলেজের উন্নয়নের জন্য ফি এর মতো একাধিক খাতে ফি কেটে মাথা পিছু কলেজের বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীদের দিতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। এবার এই করোনা পরিস্থিতির মধ্যেই ছাত্রছাত্রীদের ফি এর বোঝা কমাতে সরব রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন। আজ মঙ্গলবার দাসপুরের নাড়াজোল রাজকলেজের সামনে ফি বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করতে দেখা গেল তৃণমূল ছাত্র সংগঠন তৃণমূল ছাত্রপরিসদের ছাত্র ছাত্রীদের। কলেজের শতাধিক ছাত্রছাত্রী এই আন্দোলনে সামিল হন। তাদের মধ্যে অনেকেই কলেজ গেটের সামনে বসে কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে সরব হন বলে জানা গিয়েছে। দাবি উঠল ফি মুকুবের। এ প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের পশ্চিম মেদিনীপুর জেলার সহ সভাপতি সৈয়দ মিলু বলেন,করোনা পরিস্থিতিতে শুধু নাড়াজোল নয় জেলার একাধিক কলেজ এমনভাবে ছাত্রছাত্রীদের মাথায় টাকার বোঝা চাপাচ্ছে। এর বিরুদ্ধে ছাত্র সংগঠন প্রতিবাদ জানাচ্ছে। ফি মুকুব যাতে হয় তার জন্য বৃহত্তর আন্দোলনের পথে যেতেও পিছপা হবে না তৃণমূল ছাত্র সংগঠন। এবিষয়ে ওই কলেজের অধ্যক্ষ অনুপম পড়ুয়া বলেন, কলেজের ছাত্রছাত্রীরা ফিজ কমানোর দাবি রেখেছে। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্বিতীয় ও চতুর্থ সেমেস্টারের ফিজ কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।