এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

কৃতীব্যক্তিদের শ্রদ্ধা স্মরণে বিশেষ অনুষ্ঠান ক্ষীরপাইতে

Published on: March 26, 2023 । 8:56 PM

নিজস্ব সংবাদদাতা: ক্ষীরপাইয়ের পূর্বসূরী কৃতীব্যক্তিদের শ্রদ্ধা স্মরণে ক্ষীরপাই পুরসভার সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হল। মূলত রক্তদান আন্দোলনের সংগঠন নবারুণের উদ্যোগে এই অনুষ্ঠান বলে জানা যায়। রক্তদানে উদ্বুদ্ধ করন, শিক্ষা পাঠক্রম, রক্তদান শিবির সংগঠিত করা, রক্তদাতাদের স্বীকৃতি প্রদান এইসব নিয়েই সংগঠনটি কাজ করে।ক্ষীরপাই নবারুণ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, ১৯৯৬ সালে ১১  মে আন্তর্জাতিক মাতৃদিবসে পথ চলা শুরু করে। সংগঠনটি মানবকল্যাণ, সংস্কৃতি বিকাশ সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিয়োজিত। পশ্চিমবঙ্গের রক্তদান আন্দোলনেযুক্ত সংগঠনগুলির অন্যতম একটি সংগঠন নবারুণ। ক্ষীরপাই শহরের পূর্বসূরী সাংস্কৃতি মনা ব্যক্তিত্বদের নিয়ে একটি স্মরণ শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা ১ ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী, ক্ষীরপাই পৌরসভার কাউন্সিলরগণ ও সমাজের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠান থেকে পূর্বসূরী স্মারক সম্মাননা- ২০২৩ পেলেন শিক্ষার অঙ্গনে আলোকবর্তিকা স্বরূপ চন্দ্রকোনার পরমানন্দপুরে ৮৮ বছর বয়সী রাখহরি ঘোষ। উল্লেখ্য রাখহরি ঘোষ দারিদ্রতার কারণে ক্লাস সেভেন পর্যন্ত পড়ে কাঁধেএ তুলে নিয়েছিলে লাঙল। শিক্ষার প্রতি তার ছিল গভীর অনুরাগ তিনি এ পর্যন্ত প্রায় ২৫ ৩০ জন দেশি-বিদেশি লেখকের উপন্যাস গল্প পড়েছেন। জীবনের শেষ প্রান্তে এসে তিনি যতটুকু অর্থ সঞ্চয় করেছিলেন নিজেদের ভবিষ্যতের কথা না ভেবে ৫০০০০ টাকা করে দুটি স্কুলকে এক লক্ষ টাকা দান করেন।এছাড়াও ক্ষীরপাই নবারুণ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অক্সিজেন সিলিন্ডারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now