এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় বৃদ্ধের মাথায় আঘাত করে খুন? এমনটাই অভিযোগ করছেন মৃতের পরিবার

Published on: July 15, 2022 । 10:21 AM

Kajalkanti Karmakar: সাত সকালেই চন্দ্রকোণা থানার তাতালপুরের এক হরিমন্দির সংলগ্ন এলাকা থেকে বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার। বৃদ্ধের নাম সনাতন সাঁতরা। বয়স ৬০ বছর। আজ তাঁর বাড়ি থেকে কিছুটা দূরে তাঁর রক্তাক্ত দেহ দেখে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় ওই বৃদ্ধ বেশির ভাগ সময়েই ওই মন্দিরে থাকতেন। রাতেও ওখানে ঘুমাতেন। কোনও রকম ঝামেলার সঙ্গে যুক্ত থাকতেন না। তবুও তাঁকে এভাবে কেন খুন করা হল তা নিয়ে প্রশ্ন উঠেছে। খবর পেয়ে চন্দ্রকোণা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিসের প্রাথমিক অনুমান মাথায় কোনও ভারি বস্তু দিয়ে আঘাত করে বৃদ্ধকে মারা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad