এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

M.R ভ্যাক্সিনেশন প্রোগ্রাম ঘাটালে শুরু হচ্ছে ৯ জানুয়ারি থেকে

Published on: December 30, 2022 । 4:28 PM

কুণাল সিংহরায়, স্থানীয় সংবাদ: হাম ও রুবেলা এই দুই মারণরোগের হাত থেকে শিশুদের রক্ষা করতে দেশব্যাপী মিশেল – রুবেলা ভ্যাক্সিন দেওয়া প্রায় শেষের মুখে, পিছিয়ে পশ্চিমবঙ্গ ও দিল্লি। এই কর্মসূচি দার্জিলিং ও কার্শিয়াং বাদে পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বা নির্বাচিত স্কুলে শুরু হবে ৯ জানুয়ারি থেকে চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সংক্রান্ত চুড়ান্ত আলোচনা হয়ে গেল ঘাটালের বিদ্যাসাগর চক্রের ১০৭টি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক -শিক্ষিকাদের নিয়ে।খড়ার টাউন হলে এই মিটিংয়ে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর চক্রের পরিদর্শিকা বহ্নিশিখা দে,ঘাটাল ব্লক মেডিকেল অফিসার রাজশ্রী পাঠক (আয়ুষ) এবং চক্র কর্মীরা। ৯ থেকে ১৫ বছর বয়সী সমস্ত শিশুদের এই ভ্যাক্সিন প্রদান করা হবে স্বাস্থ্যকর্মী, নার্স ও ডাক্তারবাবুদের উপস্থিতিতে। ভ্যাক্সিন দেওয়া হবে ভরা পেটে এবং দেওয়ার পর ন্যূনতম আধঘন্টা পর্যবেক্ষণে থাকবে শিশুরা বলে জানালেন এস.আই বহ্নিশিখা দে এবং মেডিকেল অফিসার রাজশ্রী পাঠক। ইতিমধ্যেই প্রতিটি বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানান উপস্থিত শিক্ষকরা।ভ্যাক্সিন দেওয়া হবে নির্ধারিত দিনে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত। ওইদিন যাতে বদ্যালয়ে স্বাস্থ্যকর্মীরা পোঁছনোর আগেই ছাত্র-ছাত্রীদের মিডডেমিল খাইয়ে দেওয়া যায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বিদ্যালয় প্রধানদের নির্দেশ দেন বিদ্যাসাগর চক্রের এস.আই বহ্নিশিখা দে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now