এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল স্কুলের শিক্ষক ছাত্রীর শ্লীলতা হানির অভিযোগে থানায় আটক

Published on: February 11, 2020 । 10:29 PM

নিজস্ব সংবাদদাতা: একাদশ শ্রেণীর ছাত্রীকে ধারাবাহিক ধর্ষণ করার অভিযোগে গত মাসেই গ্রেপ্তার হয়েছিলেন বেলদা থানার বসন্তপুর ঝাড়েশ্বর বাণী ভবন হাইস্কুলের প্রধান শিক্ষক আশুতোষ মণ্ডল। এবার ঘাটাল  ঘাটাল শহরের ঘাটাল গুরুদাস হাইস্কুলের সপ্তম শ্রেণীর এক  ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল ওই স্কুলেরই কর্মশিক্ষার শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষকের নাম চণ্ডীদাস গড়াই। শ্লীলতাহানির ঘটনাটি কয়েক দিন আগে ঘটলেও আজ ১১ ফেব্রুয়ারি ছাত্রীর মা স্কুলে এসে অভিযোগ করতেই বিষয়টি জানাজানি হয়। স্কুল চত্বরে জনবিক্ষোভ ঘটে। অবিলম্বে ওই শিক্ষককে গ্রেপ্তারের দাবি তুলেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ বাহিনীকে যেতে হয়েছে। অবশেষে পুলিশ সেই শিক্ষককে গ্রেপ্তার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।