এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বোনের বান্ধবীর যৌন অত্যাচারের অভিযোগে গ্রেপ্তার রামজীবনপুরের যুবক

Published on: May 4, 2020 । 1:50 PM

মৌমিতা দাঁ: বোনের বান্ধবীর যৌন অত্যাচার করে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার অভিযোগে গ্রেপ্তার হল এক যুবক। ওই যুবকের বাড়ি রামজীবনপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডে। অভিযোগ, অভিযুক্ত যুবক তার বোনের বান্ধবীকে নানা ধরনের প্রলোভন দেখিয়ে যৌন অত্যাচার করেছিল। শুধু তাই নয়ে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। চন্দ্রকোণা থানার পুলিশ ছাত্রীর অভিযোগের ভিত্তিতে প্রতীক ঘোষ নামে ওই যুবককে গ্রেপ্তার করে।
ছাত্রীটি রামজীবনপুর বালিকা বিদ্যালয়ে পড়ে। এবছর সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তার সঙ্গে প্রতীকের সম্পর্কিত বোনও পড়াশোনা করে। ছাত্রীটি জানায়, পরীক্ষার পর একাদশ শ্রেণীর প্রস্তুতির জন্য সে রামজীবনপুর বাবুলাল ইন্সটিটিউশনের কাছে টিউশন পড়তে যেত। সেখানেই একটি মোবাইল দোকানের সামনে প্রতীকের সঙ্গে আলাপ হয়। তারপর ফাঁদে ফেলে সিনেমা হলে নিয়ে গিয়ে গোপন জায়গায় বসে জোর করে নানা রকম ছবি তোলে। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।