তৃপ্তি পাল কর্মকার: আজ দুপুরে দাসপুর থানার পলাশপাই কালীতলা সংলগ্ন একটি দোকানদারের বিরুদ্ধে এক কিশোরীর শ্লীলতাহানীর অভিযোগ উঠল। বিষয়টি জানাজানি হবার পরই স্থানীয়রা দোকানদারকে এক রুমে চাবি দিয়ে রেখেছে। তবে দোকানদারের বিরুদ্ধে দাসপুর থানায় এখনও লিখিত অভিযোগ হয়নি। কিন্তু এনিয়ে এলাকায় উত্তেজনা বাড়ছে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











