শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দুয়ারে সরকার শিবিরে সাধারণ মানুষের ফর্ম ফিলাপ করে দিলেন দাসপুরের বিধায়ক মমতা ভুঁইয়া। আজ দাসপুরের খুকুড়দহে দুয়ারে সরকার ক্যাম্পের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দফায় প্রচুর মানুষ ভিড় জমান বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধে পেতে। সেখানে উপভোক্তাদের সুবিধে অসুবিধের খবর নিতে উপস্থিত হন বিধায়ক। সাধারণ মানুষের সুবিধার্থে নিজেই ফর্ম পূরণ করতে নেমে পড়েন বিধায়ক মমতা। বিধায়ককে সহায়তায় হাত লাগান খুকুড়দহ গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান তপতী মন্ডল ও প্রাক্তন প্রধান অর্চনা ভুঁইয়া। বিধায়কের উপস্থিতিতে খুশি উপভোক্তারা।