দিল্লি থেকে নিখোঁজ দাসপুরের পড়ুয়া, বাবার কাতর আকুতি খোঁজ পেলে জানান

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ক্যাম্পাসিং এ চাকরি পেয়ে কাজে যোগ দিতে গিয়ে পথেই নিখোঁজ দাসপুরের এক পড়ুয়া।[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

পড়ুয়ার নাম শীর্ষেন্দু মণ্ডল বয়স প্রায় ২২ বছর, বাড়ি দাসপুর থানার নাড়াজোলের রামদাসপুরে। আজ ১২ সেপ্টেম্বর মঙ্গলবার শীর্ষেন্দুর বাবা দিলীপ মণ্ডল জানান, ছেলে এগ্রিকালচার নিয়ে দেরাদুনে পড়াশোনা করত। সেখানেই ক্যাম্পাসিং এ এক চাকরি পায়। চাকরিতে যোগ দিতে সে যাচ্ছিল সম্বলপুর। ১০ সেপ্টেম্বর ভোর প্রায় সাড়ে ৫ টা নাগাদ ছেলের সাথে শেষ কথা হয় বাবার। জানা যায় শীর্ষেন্দু পড়াশোনা শেষ করে কলেজ ক্যাম্পাসে ইন্টারভিউ এর মাধ্যম কাজ পেয়ে চাকরিতে যোগ দিতে যাচ্ছিল ভায়া দিল্লি হয়ে, সম্বলপুর। ৯ সেপ্টেম্বর দেরাদুন থেকে নাইট সার্ভিস বাসে করে রওনা দেয় সে। ১০ সেপ্টেম্বর দিল্লির কাশ্মীরি গেটে সকাল সাড়ে ৫ টায় নেমে অটোতে বসে নিউ দিল্লি স্টেশন যাচ্ছিলো ট্রেন ধরতে। কাশ্মীরি গেটে নেমে বাবাকে শেষ ফোন করেছিল ভোর সাড়ে ৫ টায়, তারপর থেকে আজ ১২ সেপ্টেম্বর আর কোনও যোগাযোগ নেই। ইতিমধ্যেই ছেলের খোঁজে দিল্লি পুলিশে ছেলের নিখোঁজের ডাইরি করেছেন বাবা দিলীপ মণ্ডল। দিলীপবাবুর আবেদন ছেলেকে দেখলে সাথে সাথে স্থানীয় থানা বা তাঁর সাথে যোগাযোগ করুন।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!