নিখোঁজ ঘাটালের যুবক

মনসারাম কর: এরাজ্যের নদীয়া জেলায় কাজে গিয়ে দুমাসেরও বেশী সময় ধরে নিখোঁজ ঘাটাল থানার রানীরবাজারের এক যুবক। নিখোঁজ যুবকের নাম সন্দীপ মণ্ডল, পিতা অশোক মণ্ডল,  বয়স ২৫ বছর। পরিবারের অভিযোগ গত ১১ ডিসেম্বর পাড়ার এক জামাই সন্দীপকে নদীয়ার রানাঘাটে কাজ পাইয়ে দেওয়ার নাম করে নিয়ে যায়। গত ১৫ ডিসেম্বর শেষবারের মত সন্দীপ তার বাড়িতে ফোন করে জানায় যে সে রানাঘাটে রয়েছে। তারপর বেশ কিছুদিন গড়িয়ে গেলেও সে আর বাড়িতে ফোন করেনি বা পরিচিত কারোর সাথে যোগাযোগও করেনি। সন্দীপের ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সেই ফোন নম্বর সুইচ অফ বলতে থাকে। অপরদিকে পাড়ার যে জামাই এর সাথে সে গিয়েছিল তার সাথেও যোগাযোগ করা যায়নি বলে সন্দীপের বাবা জানান। প্রসঙ্গত ওই জামাই এর বাড়ি বিহারে।ওই জামাই এর শশুর  বাড়ির লোকজনও জামাই এর খবর জানাতে পারেনি। সন্দীপের বাবা সন্দীপের বন্ধদের সাহায্যে রানাঘাট থানায় যোগাযোগ করলে সেখান থেকে বলা হয় ঘাটাল থানায় অভিযোগ জানাতে। সেই মোতাবেক গত ১২.০১.২০২০ তারিখে ঘাটাল থানায় লিখিত অভিযোগ করেণ সন্দীপের বাবা। কিন্ত থানায় অভিযোগ করার পর প্রায় দেড় মাস গড়িয়ে গেলেও সন্দীপের কোনও খোঁজ না মেলায় একপ্রকার দিশেহারা তার পরিবার। সন্দীপ কোনও প্রলোভোনের ফাঁদে পড়তে পারেও বলে গ্রামের অনেকের অনুমান। নিখোঁজ সন্দীপকে ঘিরে ক্রমশ রহস্য দানা বাঁধছে রানীরবাজার এলাকায়। সন্দীপ পরিবারের একমাত্র পুত্র, বাবা মা ছাড়াও বাড়িতে তার এক প্রতিবন্ধী দিদিও রয়েছে। পরিবারে দুস্চিন্তার ছায়া।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।