পরীক্ষার আগে মাইক চালিয়ে হরিনাম, ঘাটালে মাইক সহ আটক ৯জন

ছবিটি মনসুকার নয়। প্রতীকী।

নিজস্ব সংবাদদাতা: মাধ্যমিক পরীক্ষার আগে  রাতে উচ্চশব্দে মাইক চালিয়ে হরিনাম সংকীর্তন চলছিল ঘাটাল থানার মনসুকা বেরার ঘাটে। ওই শব্দে অতিষ্ট হয়ে পড়ছিল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা। গত রাতে (৮ ফেব্রুয়ারি) রাতে ফোনে অভিভাবকরা বাধ্য হয়ে ঘাটাল থানায় ফোন করেন। পুলিশ সঙ্গে সঙ্গে গিয়ে মাইক   বন্ধ করে দেয়। সেই সঙ্গে উদ্যোক্তাদের মধ্য থেকে ৯জনকে থানায় তুলে আনে।পুলিসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মহকুমার বিভিন্ন প্রান্তের মানুষ। তাঁরা বলেন, পুলিস যদি ওই ভাবে অভিযোগ পাওয়া মাত্র ব্যবস্থা নেয় তাহলে রোগী, পরীক্ষার্থী-সহ সাধারণ মানুষ উপকৃত হবেন। কারণ মাইকের শব্দ এই সভ্য সমাজের অধিকাংশেরই ভালো লাগে না।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।