বাড়িতে ফিরে ১৪ দিন গৃহবন্দি থাকতেই হবে পরিযায়ী শ্রমিকদের বার্তা প্রশাসনের

মনসারাম কর: দীর্ঘ অপেক্ষার পর ভিন রাজ্য থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন পরিযায়ী শ্রমিকরা। দুশ্চিন্তার মধ্যেই স্বাস্থ্য পরিক্ষা সহ নানান বাধা বিপত্তির শিকার হয়ে  অবশেষে ট্রেন বা বাসে করেই পরিবার পরিজনের কাছে ফিরছেন ঘাটাল মহকুমার কয়েক হাজার শ্রমিক। ভিন রাজ্য থেকে আসা এই শ্রমিকদের ১৪ দিন নিজের বাড়িতেই গৃহবন্দি থাকার বার্তা দিল ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েত। আজ ১৫ মে সুলতানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মাইক প্রচার করে জানিয়ে দেওয়া হয়, যারা বাইরে থেকে ফিরছেন তাদের ১৪ দিন বাড়ির বাইরে বের হওয়া যাবে না। এমনকি পরিবার পরিজনকেও এই ব্যাপারে সচেতন থাকতে হবে। করোনা সংক্রমন এড়াতে এবং সার্বিক সচেতনতার বার্তা দিতেই এই প্রচার বলে জানা গেছে। 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।