তনুপ ঘোষ: তৃণমূল এবং বিজেপিরকে কড়াভাষায় আক্রমণ করলেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম। আজ ক্ষীরপাই শহরে এবং ঘাটালের বরদায় মহম্মদ সেলিমের সভা ছিল। সেখানেই তিনি পর্যায় ক্রমে মোদি এবং মমতা সরকারের তুলোধুনা করেন। তিনি বক্তব্য ছাড়াও ক্ষীরপাই এবং ঘাটাল রাধানগর থেকে পৃথক দুটি পদযাত্রায় মহম্মদ সেলিম অংশগ্রহণ করেন। দুটি জায়গাতেই ছিল কর্মী ও সমর্থকদের জনস্রোত।অন্যদিকে আজ দাসপুরের বকুলতলা থেকে শালবনি পর্যন্ত ডিওয়াইএফআইয়ের বাইক মিছিল হয়। ওই মিছিলের আনুষ্ঠানিক ভাবে শুরু করলেন পাঁশকুড়ার বিধায়ক ইব্রাহিম আলি। •ভিডিও