নিয়োগের দাবিতে স্মারকলিপি টেট উত্তীর্ণদের

সঙ্গীতা ঘোড়ই: শিক্ষামন্ত্রীর আশ্বাস সত্ত্বেও ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে এখনও চাকরি হয়নি এমন টেট উত্তীর্ণরা নিয়োগের দাবিতে স্মারকলিপি দিলেন। ঘাটাল মহকুমায় এই ধরনের টেট উত্তীর্ণ প্রায় ১০০ জন রয়েছেন। তাঁদের মধ্য থেকেই প্রতিনিধি মূলক কয়েক জন আজ ৩ সেপ্টেম্বর ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই এবং সাংসদ প্রতিনিধি রামপদ মান্নার কাছে স্মারকলিপি দেওয়ার ব্যবস্থা করেন। [•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।]
২০১৫ সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষায় (টেট) পাশ করেছেন।  কিন্তু তারপরই প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে নয়া নীতি বের করে সরকার। টেট উত্তীর্ণ হওয়ার সাথে প্রশিক্ষণ (ডি.এল.এড) থাকতে হবে তবেই মিলবে চাকরি। তখন শিক্ষামন্ত্রী জানান, যারা টেট পাস করেছেন অথচ প্রশিক্ষণ নেই।  তারা প্রশিক্ষণ নিলেই ধাপে ধাপে তাদের নিয়োগ করা হবে। শিক্ষামন্ত্রীর দেওয়া আশ্বাসেই আজও চাকরির আশায় পথ চেয়ে ঘাটাল মহুকুমার ১০০ জন সহ রাজ্যের প্রায় ১২০০ প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী। প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ঐক্য মঞ্চের ঘাটাল মহকুমা ইউনিটের সদস্য ঝুমা রায় বলেন,   নিয়োগ করার দিকটি দৃষ্টি আকর্ষণ করার দাবি নিয়ে আজ আমরা  স্মারকলিপি জমা দেওয়ার ব্যবস্থা করি।  তিনি বলেন,  বিগত দু’বছর ধরে এই বিষয় নিয়ে একাধিক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও জেলার দায়িত্বপ্রাপ্ত নেতৃবর্গের সঙ্গে সাক্ষাৎকার বলা হয়েছে। মুখ্যমন্ত্রী  এবং ‘দিদিকে বল’ তে  জানিয়েও মৌখিক আশ্বাস ছাড়া কিছুই পাওয়া যায়নি। প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ঐক্য মঞ্চের সদস্যরা জানান, , ইতিমধ্যে তাঁদের দুই সহপাঠী দীর্ঘ চাকরির প্রতীক্ষার পর আর্থিক অনটনে এবং মানসিক কষ্টে আত্মহত্যার পথ বেছে নেয়। এমন পরিস্থিতির সম্মুখীন যেন তাদের আর কাউকে হতে না হয় সেই অনুরোধ জানিয়ে তাদের নিয়োগের বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করার দাবি করেছেন। এবিষয়ে রামবাবু এবং শঙ্করবাবু বলেন, নিয়োগের বিষয়টি আমাদের হাতে নেই। তাই এই দাবি আমরা যথাস্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।