ঘাটালে শুরু হল জাতীয় মেধা অন্বেষণ পরীক্ষা

কুণাল সিংহরায়: সারা রাজ্যের সঙ্গ ঘাটালেও শুরু হচ্ছে জাতীয় মেধা অন্বেষণ পরীক্ষা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রাজ্য স্তরের মেধা অন্বেষণ পরীক্ষা আজ ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে দুটি পর্যায়ে। ১০-৩০ থেকে দু’ঘন্টা করে মোট ৪ ঘন্টার, মাঝে ১ঘন্টার বিরতি। এই ভিডিওগুলি ঘাটাল থানার রথীপুর বরদা বাণীপীঠ হাইস্কুল সেন্টারের।
প্রসঙ্গত তথ্যভিজ্ঞ মহলের মতে এটিকে আগত মাধ্যমিক -উচ্চ মাধ্যমিক পরীক্ষার রিহার্সাল হিসাবেই গণ্য করা হচ্ছে, দশম শ্রেণির ছাত্রছাত্রীদের এই পরীক্ষায় ব্যাপক অংশগ্রহণ খুবই আশাব্যঞ্জক। পুলিশি ব্যবস্থা, থার্মাল চেকিং, সারিবদ্ধভাবে পরীক্ষার্থীদের প্রবেশ,বসার ব্যাবস্থা সবকিছুতেই কঠোর নজরদারি। অভিভাবকরাও এইভাবে চাইছেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিদ্যালয়ে পঠনপাঠন শুরু এবং পরীক্ষার নিয়মিতকরণ। •এই খবরের ভিডিও দেখুন

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।