ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ সংগ্ৰাম কমিটির বিক্ষোভ, ডেপুটেশন

আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল:  হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে বন্যা দুর্গত এলাকার মানুষের ডেপুটেশন মহকুমাশাসককে। শিলাবতী নদী এলাকাকে বন্যামুক্ত করা সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে ঘাটাল মাস্টারপ্ল্যান সংগ্রাম কমিটির উদ্যোগে আজ ঘাটাল মহকুমা শাসক কার্যালয়ে বিক্ষোভ আকারে একটি ডেপুটেশন জমা দিল ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির সদস্যরা।শুধু ঘাটাল মাস্টারপ্ল্যান কমিটির সদস্য নয়, ঘাটাল বন্যা দুর্গত এলাকার মানুষেরা উপস্থিত ছিলেন এদিন । তার কারণ ঘাটালের মানুষ চাইছেন যে কোনও মূল্যে তাঁদর জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে হবে। এদিন ঘাটাল কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ের সামনে বিকেল নাগাদ পৌঁছে যান তাঁরা। ন’দফা দাবিপত্র ঘাটালের মহকুমা শাসককের কাছে জমা দেওয়া হয়। ডেপুটেশনে মাস্টারপ্ল্যান রূপায়ণ কমিটির সদস্যরা উল্লেখ করেন “কেন্দ্র সরকারকে ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য টাকা বরাদ্দ ও বন্যাদুর্গত মানুষদের ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়াও ঘাটালের বেশ কয়েকটি যাতায়াতের জন্য শিলাবতী নদীর উপর কংক্রিটের সেতু, দ্রুত দাসপুরের পলাশপাই খাল সংস্কার সহ নদী ও খালের নোংরা আবর্জনা পরিষ্কার করা হলে আপাতত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ৮-৯ টি ব্লককে কিছুটা হলেও রক্ষা করা যাবে। তা না হলে দুই জেলার ১৩ টি ব্লকের প্রায় ২০ লক্ষ মানুষ প্রতি বছর বন্যার জলে ডুবে থাকবে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।