কুমারেশ চানক: ঘাটাল মহকুমা সহ সবত্রই চলছে বৃক্ষরোপণ সপ্তাহ পালন। আজ ১৮ জুলাই শনিবার ঘাটাল ব্লকের মনসুকা-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় চারাগাছ রোপণের মাধ্যমে ঘটা করে হল বৃক্ষরোপণ সপ্তাহ পালন। সরকারের স্বাস্থবিধি মেনে তার সূচনা করলেন গ্রাম পঞ্চায়েত প্রধান রাত্রি পন্ডিত সাতিক, উপস্থিত ছিলেন ঘাটাল ব্লক প্রশাসনের প্রতিনিধি সহ ঘাটাল পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যারা এবং পঞ্চায়েত অফিসের কর্মীরা। এই বৃক্ষরোপণ সপ্তাহ পালন ঘিরে স্থানীয় মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রধান বলেন, নিয়ম মেনে পরিবেশের স্বার্থে, মানুষের স্বার্থে পঞ্চায়েত এলাকা সবুজায়ন করাই আমাদের লক্ষ্য।