ঘাটালের মনশুকায় বিজেপি কর্মীর বাবাকে পেটানোর অভিযোগ তৃণমূলের সাহেব দোলই এর বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি: স্থানীয় সংবাদ: সোমবার রাতে মনশুকার বিজেপি কর্মীর বাবাকে পেটানোর অভিযোগ উঠল তৃণমূলের সাহেব দোলই এর বিরুদ্ধে। জানা গেছে মনশুকা এলাকায় স্বপন দোলই এর একটি দোকান রয়েছে, তাঁর ছেলে কালীপদ দোলই একজন সক্রিয় বিজেপি কর্মী। অভিযোগ গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় স্বপনবাবুকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে তৃণমূলের সাহেব দোলই। রাতেই স্বপনবাবুকে হাসপাতালে ভর্তি করেন এলাকার বিজেপি কর্মী সমর্থকরা। এই নিয়ে এখনও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট বলেন, সহেব দোলই তৃণমূলের একজন গুন্ডা। কয়েকমাস আগেও এই সাহেব দোলই মনশুকা এলাকার একাধিক বিজেপি সমর্থককে রাতের অন্ধকারে মারধর করেছে, তখন ঘাটাল থানার পুলিশ সাহেব দোলই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেও কোনও ব্যবস্থা নেয় নি, কালকের ঘটনা পুলিশকে বিস্তারিত জানানো হয়েছে আজ, পুলিশ যদি চুপ করে বসে থাকে আর তৃণমূলের হয়ে কাজ করে তাহলে ঘাটালের বুকে সাহেব দোলই এর মত তৃণমূলের গুন্ডাদের কিভাবে ব্যবস্থা নিতে হয় তা বিজেপি জানে। বিজেপি প্রার্থী আরও বলেন, পুলিশ ১২ ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে , বিজেপি সেদিকে নজর রেখেছে। এই নিয়ে মনশুকার অঞ্চল সভাপতি তথা কৃষি কর্মাধ্যক্ষ কিংকর পণ্ডিতকে বার বার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। একই সাথে অভিযুক্ত সাহেব দলোই ও ফোন ধরেননি। তৃণমূলের ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মাজি বলেন, ঘটানা শুনেছি সাহেবের সাথে দোকানের লেনদেন নিয়ে কিছু ঝামেলা হয়েছিল, সেটাকেই রাজনৈতিক রঙ দিচ্ছে বিজেপি। বিজেপির উত্তর মন্ডলের সভাপতি তারক বেরা জানিয়েছেন, তৃণমূলের কিছু উর্দ্ধতন নেতৃত্বের কথায় সাহেব এলাকায় গুন্ডাগিরি করছে, এই ব্যক্তি বার বার এলাকায় অশান্তি করছে, এই ধরণের গুন্ডাদের পুলিশ আড়াল করার চেষ্টা করলে বিজেপি ছেড়ে কথা বলবে না।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।