কুমারেশ চানক: গতরাতে তালা ভেঙে মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল ঘাটালের মনশুকায়। মনশুকা-ঘাটাল রাস্তার মনশুকা নদীবাঁধ সংলগ্ন একটি শনি মন্দির রয়েছে। ১৩ জানুয়ারী বুধবার রাতে কেউ বা কারা মন্দিরের তালা ভেঙে প্রণামী বক্স সহ প্রতিমার সোনার গহন ও পূজার সামগ্রী চুরি করেছে। আজ সকালে পূজারী পূজা করতে এলে চুরির ঘটনা সামনে আসে। এলাকার অনেকেই জানান বিগত ১৮ বছরে এই মন্দিরে এইরকম ঘটনা আগে ঘটেনি, এর পিছনে কোনও দুষ্কৃতীচক্র নিশ্চই রয়েছ। পাশাপাশি পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন এলাকার মানুষ।