কুমারেশ চানক: ১৩ আগস্ট বৃহস্পতিবার রাতে তালা ভেঙে দুটি ভুসিমাল দোকানে চুরি হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল ঘাটাল থানার মনশুকা এলাকায়। জানা গেছে, মনশুকা দীর্ঘগ্রামের চানক পাড়ার একটি দোকান ও ঘোড়ইঘাটের অন্য আর একটি দোকানের তালা ভেঙে বেশ কিছু নগদ টাকা ও ভুসিমাল সামগ্রী হাতিয়েছে দুষ্কৃতীরা। দীপক চানক নামে চুরি হওয়া দোকানের এক মালিক বলেন, এলকায় দুষ্কৃতীরাজ বাড়ছে, নগদ টাকার সাথে একশো বস্তা আলুর একটি বন্ড পেপারও খোয়া গিয়েছে।