এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

আবগারি দপ্তর তরফে মনশুকার বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করা হল

Published on: June 23, 2021 । 9:13 PM

কুমারেশ চানক👆স্থানীয় সংবাদ•ঘাটাল[মো:96791 52380]আজ ২৩ জুন মনসুকায় ত্রাণ বিতরণ করল  ঘাটাল আবগারি দপ্তর। মনশুকার বিভিন্ন প্রান্তে ত্রাণ পৌঁছে দেন আবগারি দপ্তরের আধিকারিকরা। ত্রাণ বিতরণের দায়িত্বে ছিলেন ডেপুটি এক্সসাইজ কালেক্টর সুপ্রজিৎ হীরা, ঘাটাল এক্সসাইজ  সার্কেল ওসি শান্তনু পুরোকাইত সহ আবগারি দপ্তরের বিশেষ টিম। মনশুকার ঘোড়াই ঘাট ও মনশুকা-২ গ্রাম পঞ্চায়েতের গঙ্গাপ্রসাদ এলাকায় শুকনো খাবার সহ প্রয়োজনীয় জিনিস হাতে তুলে দেন দপ্তরের আধিকারিকরা। ডেপুটি এক্সসাইজ কালেক্টর সুপ্রজিৎ হীরা জানান, মনশুকার বিভিন্ন প্রান্তের বন্যা কবলিত এলাকার মানুষদের কাছে পৌঁছে তাঁদেরকে  খাদ্য সামগ্রী সহ প্রয়োজনীয় জিনিস হাতে তুলে দেওয়া হয়েছে। ওসি আরও জানান, তাঁরা বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেছেন ও গ্রামবাসীদের নিরাপদে থাকার বার্তা দিয়েছেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।