কাজের প্রাপ্য চাল চাইতেই মাথায় কোদালের আঘাত, গুরুতর জখম আদিবাসী মহিলা

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: কাজের প্রাপ্য চাল আনতে গিয়ে মালিক পক্ষের কোদালের আঘাতে গুরুতর জখম আদিবাসী মহিলা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাঠানো হয় দাসপুর গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে ইতিমধ্যেই মহিলাকে ঘাটালে স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে মালিক পক্ষের খোঁজে দাসপুর থানার পুলিশ। ঘটনা দাসপুর থানার মাছগেড়িয়া গ্রামের। গুরুতর জখম ওই আদিবাসী মহিলার নাম চম্পা সিং, বয়স প্রায় ৪৫ বৎসর। তাঁর স্বামীর নাম মৃত্যুঞ্জয় সিং। তাঁরা মাছগেড়িয়ারই বাসিন্দা। ওই আদিবাসী পরিবারের অভিযোগ, গ্রামেরই সুভাষ মাইতিদের বাড়িতে কাজ করেছিল চম্পা। কাজের পারিশ্রমিকের চাল আনতে গেলে অভিযোগ আজ বৃহস্পতিবার বেলা প্রায় সাড়ে ১১টা নাগাদ চম্পার সাথে কথা কাটাকাটিতে জড়ায় সুভাষ ও তার ছেলে শুভ। আরও অভিযোগ, পরে চম্পার মাথায় কোদালের আঘাত করা হলে ওইখানেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন চম্পা। সাথে সাথে আশঙ্কাজনক অবস্থায় চম্পাকে দাসপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে ইতিমধ্যেই ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বিষয়টি নিয়ে আদিবাসীদের বিভিন্ন সংগঠন ইতিমধ্যেই সোচ্চার হয়েছে। দাবি উঠেছে দোষীদের শাস্তির পাশাপাশি চম্পার চিকিৎসার। বিষয়টি নিয়ে ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী বলেন, মাছগেড়িয়ার ঘটনাটি শুনেছি। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি পুলিশ গুরুত্ব দিয়ে দেখছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।